বাছুরের খাদ্য পরিবেশনে গুরুত্বপূর্ণ তথ্য

একটা বাছুরের বয়স বাড়ার সাথে সাথেই বাছুরকে খাদ্য পরিবেশন করতে হবে। নিম্নে বাছুরের খাদ্য পরিবেশনের তালিকা তুলে ধরা হলোঃ 1) প্রথম সপ্তাহে সকাল ও বিকাল মোট দুবার শালদুধ খাওয়াতে হবে। 2) 3 -12 সপ্তাহে দিনে দুবার করে দুধ পান করাতে হবে। তাছাড়া তৃতীয় সপ্তাহ থেকে কচি ঘাসের ডগা এবং অষ্টম সপ্তাহ থেকে সামান্য দানাদার খাদ্য দিতে হবে। 3) 13-16 সপ্তাহে দিনে দুবার করে দুধ পান করাতে হবে, সেই সাথে মাথাপিছু 5০০ গ্রাম দানাদার ও 1কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে। 4) 17-20 সপ্তাহে দিনে দুবার করে দুধ পান করাতে হবে, সেই সাথে মাথাপিছু 750 গ্রাম করে দানাদার খাদ্য ও 3কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে। 5) 21-24 সপ্তাহে দিনে দুবার দুধ পান করাতে হবে। সেই সাথে মাথাপিছু 1কেজি দানাদার খাদ্য ও 5-7কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে। 6) 25-35 সপ্তাহে দুধ পান বন্ধ করাতে হবে, কিন্ত 1-1.5কেজি দানাদার খাদ্য এবং 5-7কেজি সবুজ ঘাস ও 1-2 কেজি খড় খাওয়াতে হব। 7) 36-50 সপ্তাহে 1.5-2 কেজি দানাদার খাদ্য ও 10-12 কেজি সবুজ ঘাস ও 2-3 কেজি ঘড় ঘাওয়াতে হবে। এরকম পরামর্শ পেতে মানুষ মানুষের জন্য এর সঙ্গেই থাকুন। উল্লেখিত নিয়মে একটি বাছুরকে দৈনিক খাদ্য পরিবেশন করলে বাছুর অতি দ্রুত বেড়ে উঠবে এবং সেই বাছুর থেকে অধিক মুনাফা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ!